পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড় থানার মাধবপুর এলাকায় দেওর হালিম মোল্লার হাতে কুপিয়ে খুন হলো ১ জন গৃহবধূ। মৃত গৃহবধূর নাম জাহানারা বিবি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বারুইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সী জাহানারার সাথে ভাঙ্গড় মাধবপুর এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সী আনোয়ার আলি মোল্লার বিয়ে হয়। দম্পতির চার জন সন্তানও রয়েছে। কিন্তু গতকাল বাড়ির মধ্যে ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে হালিম ও তার বাবার মধ্যে অশান্তি শুরু হয়। এমনকি মারতে উদ্যত হলে জাহানারা হালিমকে থামাতে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
জাহানারার মায়ের অভিযোগ, হালিমের জাহানারার উপর পুরোনো রাগ ছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে লাথিও মেরেছিল। এদিন এই অশান্তির জেরে জাহানারাকে তাকে থামাতে গেলে হালিম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর ভাঙ্গড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে। জাহানারার পরিবারের তরফে অভিযুক্ত হালিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here