ব্যুরো নিউজঃ ব্রিটেনঃ ইউক্রেনকে আরো ১০০ কোটি পাউন্ড মূল্যের অস্ত্র দিয়ে সাহায্যের ঘোষণা করেছে ব্রিটেন। আর ব্রিটেনই প্রথম ইউক্রেনে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো সামরিক সাহায্য করেছে। এছাড়া ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণও দিয়েছে।
গত ২৪ শে ফেব্রুয়ারী শুরু হওয়া যুদ্ধ এখনও যথারীতি চলছে। সারা বিশ্ব এই যুদ্ধ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছে। এমনকি পশ্চিমী শক্তিগুলি রাশিয়ার সাথে ঠান্ডা যুদ্ধে জড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নানা ভাবে যুদ্ধ থেকে বিরত হওয়ার অনুরোধও জানিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু কোনো ভাবেই রাশিয়াকে প্রতিহত করা যায়নি। ডাউনিং স্ট্রিট এই অস্ত্র-সহায়তা সংক্রান্ত এক বিবৃতিতে বলেছে, “কিয়েভে যুক্তরাজ্যের এই নতুন সাহায্যের ফলে এই অবধি ইউক্রেনে সামরিক সহায়তার পরিমাণ ২৩০ কোটি পাউন্ডে পৌঁছেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে নতুন যুদ্ধ সরঞ্জাম, ক্রুবিহীন আকাশযান সহ অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইত্যাদি রয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, রুশ বাহিনীর ইউক্রেনের শপিংমলে হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভ্লাদিমি পুতিনের কড়া সমালোচনা করে এই হামলাকে বর্বরোচিত বলে আখ্যা দিয়েছেন।