সমাজসেবার কাজে এগিয়ে এসেছে বৃহন্নলারাও
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ করোনা মহামারীর কালে দুস্থ মানুষদের কথা ভেবে যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসছে সেখানে কিন্তু কোনোমতেই শিলিগুড়ির বৃহন্নলারাও পিছিয়ে নেই।
করোনা মহামারী কালে অনেকের কাজেই ভাটা পড়েছে। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দিন আনা দিন খাওয়া মানুষদের কথা ভেবেই শুক্রবার শিলিগুড়ির বৃহন্নলারা শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের দিন আনা দিন খাওয়া মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়।
বৃহন্নলাদের এই উদ্যোগে যথেষ্ট খুশী এলাকার প্রয়োজনীয় মানুষেরা।