নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানে কাটোয়ায় প্রেমিককে গুলি করার ঘটনায় গতকাল কেশিয়া মাঠপাড়া এলাকার বাড়ি থেকেই প্রেমিক লালাচাঁদ শেখকে গ্রেপ্তার করা হলো।
প্রেমিকার মায়ের তরফে অভিযোগ ছিল যে, “১৩ বছর বয়স থেকেই আত্মীয়ের বাড়ি যাতায়াতের সুবাদেই লালচাঁদের সাথে মেয়ের আলাপ ছিল। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বার বার মেয়ের সাথে সহবাস করায় মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশি জেরায় ওই নাবালিকা জানায়, “বিয়ের জন্য দুই পরিবারের মধ্যে কথাবার্তাও হয়েছিল। কিন্তু সেই সময় লালচাঁদের পরিবার ৬০ হাজার টাকা ও ৩ ভরী সোনার গয়না সহ আরও কিছু জিনিস দাবী করায় নাবালিকার পরিবার মাসির বাড়ি ঝাড়খণ্ডে চলে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
আর ঠিক ওই সময় লালচাঁদ অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে জানতে পেরে নাবালিকা বুধবার তাকে দেখা করার জন্য ডেকে জড়িয়ে চুম্বন করে লালচাঁদের বুকের কাছে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেয়। তবে লালচাঁদ অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে”।
Sponsored Ads
Display Your Ads Here