মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বেকার প্রেমিকাকে চাকরীর প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগে ১ জন যুবক গ্রেফতার হয়েছে। গতকাল রাতেরবেলা মালদার চাঁচলের দক্ষিণপাড়া এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে অভিযুক্তকে ধরা হয়েছে। উত্তর চব্বিশ পরগণার বারসাত ও মালদার চাঁচল থানার পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত অসীম সরকার ধরা পড়েছেন।
জানা যায়, অসীম নিজেকে বিভিন্ন সরকারী দপ্তর এবং বেসরকারী সংস্থায় যোগাযোগ কর্মকর্তা বলে পরিচয় দিতেন। এরপর ওই পরিচয় দিয়ে এক তরুণীর সাথে সম্পর্ক তৈরী করেন। আর তরুণীকে চাকরী দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেন। কিন্তু টাকা দেওয়ার পরেও কোনো চাকরীর খোঁজই দিতে পারেননি। তারপর সে পুলিশের দ্বারস্থ হয়ে বিধাননগর সাইবার থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন।
এরপরই বারাসাত থানার পুলিশ ওই অভিযোগের তদন্ত করতে গিয়ে মালদার চাঁচলে যান। তারপর চাঁচল থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ভাড়াবাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। আজই অসীমকে আদালতে হাজির করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here