নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূলের সভানেত্রী তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। এছাড়া দলের কর্মীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইতিমধ্যেই উর্মিলা দেবী ওই তৃণমূল নেত্রী গঙ্গারামপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উঠে আসে, “সোমবার রাতেরবেলা স্বামীর সাথে নয়াবাজারে মেয়ের বাড়ি থেকে মোটর বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন। ফেরার পথে হঠাৎ যাদববাটি খেঁওয়া ঘাট এলাকায় চার থেকে পাঁচজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে।” এরপর তারা কোনোক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন।
এই ঘটনায় দু’জনকে চিহ্নিতও করা গিয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তে নেমেছেন। মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম সহ অন্যান্যরা এই খবর পেয়ে উর্মিলা দেবীর বাড়িতে আসেন। তৃণমূলের তরফে এই ঘটনা প্রসঙ্গে দাবী করা হয়েছে যে, “এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে।” যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here