নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের সিনেমা হলপাড়া এলাকায় ফুটপাতের উপর পরিত্যক্ত একটি সুটকেসকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, এদিন হঠাৎ পথচারীরা ওই সুটকেসটিকে ফুটপাতের উপর পড়ে থাকতে দেখেন। এরপর আশেপাশে কাউকে না দেখে সন্দেহ বাড়তে থাকে। তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। প্রাথমিকভাবে সুটকেসটির ভিতর কি রয়েছে তা জানার জন্যে বোম স্কোয়াড ডাকা হয়েছে। পুলিশের এক জন আধিকারিক জানান, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে সব ধরণের সতর্কতা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” বর্তমানে সুটকেসটি পুলিশী হেফাজতে রেখে তদন্ত চলছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code