নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার দুই নম্বর ওয়ার্ড মালপাড়া এলাকায় এক জন তৃণমূল নেতার কৃষিজমি থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, সম্প্রতি এই এলাকার তৃণমূল ওয়ার্ড সভাপতি শিবা হাজরার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হয়েছিল। কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শিবা হাজরার কৃষিজমি থেকে বোমা উদ্ধার হয়েছে। তবে ওই সভাপতির বক্তব্য, “সব কিছুই জানি। আমি রাতেরবেলা নদীতে মাছ ধরতে যাই। আমার বোমার আঘাতে মৃত্যু অবধি হয়ে যেতে পারত।”
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
শিবা হাজরা এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলছে। আর এই ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এদিকে ক্ষীরপাই মন্ডল বিজেপির সভাপতি সবুজ মজুমদার তৃণমূলকে কাঠগড়ায় তুলে জানান, “এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code