নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ দুর্গাপূজার আগে দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। চাঞ্চল্য এলাকায় । দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কোহিনূর খাতুন বিবি ও তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের ব্লক সভাপতি মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে গতকাল গভীর রাতে আচমকাই বোমা ফাটে । রাত দু’টো নাগাদ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত মিন্টু বাইরে বেরিয়ে এসে দেখেন ঘরের সামনে ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। ঘটনার পরই খবর যায় সাহেবগঞ্জ থানায় । পুলিশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখান থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। হঠাৎ এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দুর্গাপূজোর মুখে এ ধরনের ঘটনার জেরে অনেকে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন। একই সঙ্গে মঙ্গলবার গভীর রাতে সাহেবগঞ্জ এলাকার নতুন বাজার সংলগ্ন এলাকা এবং বিডিও অফিস সংলগ্ন এলাকায়ও বোমাবাজির অভিযোগ ওঠে। এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান। স্থানীয় প্রশাসন জানিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা বিষয়টি নিয়ে কড়া নজরদারি চলছে।
Sponsored Ads
Display Your Ads Here