নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ দুর্গাপূজার আগে গতকাল রাতে কোচবিহারের দিনহাটার দু’নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি এলাকাবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কোহিনূর খাতুন বিবি ও তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের ব্লক সভাপতি মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে আচমকাই বোমা ফাটতে গোটা এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। এরপর আতঙ্কিত মিন্টু বাইরে বেরিয়ে এসে দেখেন ঘরের সামনে চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে। তারপর সাহেবগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়।

অন্যদিকে, সম্প্রতি সাহেবগঞ্জ এলাকার নতুন বাজার সংলগ্ন এলাকা এবং বিডিও অফিস সংলগ্ন এলাকায়ও বোমাবাজির অভিযোগ ওঠে। সোমবার দিনহাটা দু’নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে কড়া নজরদারীর ব্যবস্থা রেখেছেন।
Sponsored Ads
Display Your Ads Here












