নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ির খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে সাপের হাড়, সজারুর কাঁটা, হরিণের খুলি ও শিং সহ এক জন যুবককে এসএসবির জওয়ানরা গ্রেফতার হয়েছে। ধৃত যুবক নেপালের বাসিন্দা ডম্বর সাবকোটা। ভারত থেকে নেপালের প্রবেশের আগে ডম্বরের বাঁশের টোকরি থেকে এই বন্য জীবজন্তুর দেহাংশ উদ্ধার হয়েছে।
এসএসবি সূত্রে খবর, চারচাকার গাড়ি করে নেপালে ঢোকার আগে চেকিংয়ের সময় থেকে ডম্বরের ওই গাড়ি থেকে সাপের হাড়, শজারুর ত্রিশটি কাটা, হরিণের খুলি, পাঁচটি শিং এবং হিমালয়ান গোরাল শিং উদ্ধার হয়। এরপর অভিযুক্তকে পরে টুকরিয়াঝাড় বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। পরে জানা যায়, ডম্বর তন্ত্র বিদ্যার মাধ্যমে বিভিন্ন জীবজন্তুর দেহাংশ নিয়ে কাজ করত। আজ ডম্বরকে রিমান্ডে নিয়ে যাওয়া হবে। তারপর সে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সাথে যুক্ত রয়েছে কিনা, তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।