মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ কুমোরটুলিতে ট্রলি ব্যাগ থেকে এক জন মহিলার দেহ উদ্ধারের পর এবার ঘোলা থানার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি অ্যাপ ক্যাবে রাখা ট্রলি ব্যাগের মধ্যে ১ জন যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে এই ঘটনায় ইতিমধ্যে এক জন যুবককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু অপর যুবক পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়ে।

- Sponsored -

- Sponsored -
![]()
জানা যাচ্ছে, গতকাল রাত ৯টা ১৫ মিনিট নাগাদ দমদম নাগেরবাজার এলাকা থেকে দু’জন যুবক একটি অ্যাপ ক্যাব বুকিং করে। একটি ট্রলি ব্যাগ ও বস্তা নিয়ে গাড়িতে ওঠে। গাড়ি নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষপোতার কাছে আসতেই কল্যাণী এক্সপ্রেসের ধারে অন্ধকার জায়গায় তারা গাড়ি দাঁড় করাতে বলে গাড়ির ডিকি থেকে ট্রলি ব্যাগ নামায়। ট্রলি ব্যাগটি ভারী দেখে ক্যাব চালকের সন্দেহ হতেই জানতে চান,”ট্রলি ব্যাগে কি রয়েছে? ওই ফাঁকা জায়গায় গাড়ি থামাতে বলা হয়েছে কেন, তাও জানতে চাইলে ক্যাব চালকের সাথে তর্কাতর্কি শুরু হয়ে যায়।
সেই সময় ঘোলা থানার টহলরত ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। আর ঝামেলা দেখে পুলিশ এগিয়ে গেলে এক জন যুবক পালিয়ে যায়। আর অন্যজনকে পুলিশ ধরে ফেলে। এরপর ট্রলি ব্যাগ খুলতেই ভেতরে এক জন যুবকের মৃতদেহ দেখা যায়। মৃত যুবকের মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো ছিল। ঘোলা থানা এবং নাগেরবাজার থানার পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে। আর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি বেশ কিছু নথি সহ ব্যাগের ভিতর একটি রক্তমাখা ধারালো অস্ত্র ও ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই দুই যুবক ট্রলি ব্যাগে রাখা মৃতদেহটি কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ফাঁকা জায়গায় ফেলে পালানোর পরিকল্পনা ছিল। কিন্তু ওই যুবককে কেন এবং কোথায় খুন করা হয়েছে, তা অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।