অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতার গিরিশ পার্কে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য পড়ে যায়। মৃত যুবকের নাম সৌমাদিত্য কুন্ডু। বয়স ২০ বছর। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল। এদিন সৌমাদিত্য মধু রায় লেনে অবস্থিত নিজের বাড়ি থেকে বেরিয়ে তাদেরই গিরিশ পার্কে অবস্থিত অন্য একটি বাড়িতে যায়। সেখান থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

গিরিশ পার্ক থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সৌমাদিত্যের ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে, সৌমাদিত্যর ট্যাবের পিছনে লেখা ছিল ‘লস্ট’। অতএব মানসিক অবসাদে ভুগছিল কিনা তা নিয়েও রীতিমতো প্রশ্ন উঠছে। এসৌমাদিত্যর বাবা জানান, ‘‘কোনোদিন ছেলেকে কোনো বিষয় বাধা দিইনি। ও পাইলট হতে চেয়েছিল। সেই স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে পড়তে পাঠিয়েছি। কোথা থেকে কি হয়ে গেল, তা বুঝতে পারছি না!’’ পুলিশ সৌমাদিত্যর পরিবারকে গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।










