নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী দিঘি পোকাবাঁধের জল থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন দুপুরবেলা স্থানীয়রা স্নান করতে গিয়ে ওই বৃদ্ধের দেহ জলে ভাসতে দেখেন। মৃতের নাম রেবতী মোহন চট্টোপাধ্যায়। শহরের কবিরাজপাড়া এলাকার বাসিন্দা। পেশায় পুরোহিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ৮টা থেকে ৯টার মধ্যে রেবতীবাবু নিয়ম করে দিঘির জলে স্নান করতেন। এদিনও স্নান করার উদ্দেশ্যে সেখানে যান। কিন্তু দীর্ঘক্ষণ পরেও বাড়িতে না আসায় তার পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন। এমনকি নিকট আত্মীয়দের বাড়িতেও খোঁজ চালানো হয়।
এদিকে পরে বেশ কিছু এলাকাবাসী ওই দিঘিতে স্নান করতে গেলে রেবতীবাবুর দেহ ভাসতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। এছাড়া বিষ্ণুপুর থানার পুলিশকেও খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পাশাপাশি রেবতীবাবুর স্নান করতে নেমে কোনোভাবে জলে ডুবে মৃত্যু হয়েছে নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here