নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় থেকে সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম আব্দুর রৌফ। বয়স ৩৫ বছর। পেশায় সিভিল ভলেন্টিয়ার। বাড়ি সাগরপাড়া থানার কুতুবপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল আব্দুর কাজে গিয়েছিল। রাত ১১ টার সময় কাজও শেষ হয়ে যায়। কিন্তু এরপর আর বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। রাতভর যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো খোঁজ মেলেনি। প্রতিবেশীরাও বিষয়টি জানতে পেরে আব্দুরের পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজ শুরু করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে এরইমধ্যে এদিন ভোরবেলা বাসিন্দারা মাঠের মধ্যে আব্দুরকে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়ার পাশাপাশি পুলিশের কাছেও খবর দেন।
আব্দুরকে উদ্ধার করে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। কিন্তু আব্দুরের এই মৃত্যু হয়েছে কিভাবে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছেন। আর তার পরিবারের সদস্য সহ এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। অন্যদিকে, মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। যদিও আব্দুরের পরিবারের দাবী, “আব্দুরকে খুন করা হয়েছে। পুলিশ দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক।”