অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার এন্টালিতে ঘর থেকে ১ বৃদ্ধার অচৈতন্য দেহ উদ্ধার হয়েছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম রেখা সাহা। বয়স ৫৭ বছর। বাড়ি ৪৭ সি পটারি রোডে থাকতেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, রেখা দেবী একাই থাকতেন। তার বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে ছেলে কর্মসূত্রে ইউএসএতে থাকতেন। আর রেখা দেবীর খাওয়া-ওষুধপত্র সমস্ত কিছুই অনলাইনের মাধ্যমে ইউএসএ থেকে ব্যবস্থা করতেন। আর মেয়ের বিহারে বিয়ে হয়েছে। যেহেতু রেখা দেবী একাই থাকতেন তাই কেয়ারটেকাররা খবর রাখতেন। এদিন প্রতিবেশীরা ডাকতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। এরপর এন্টালি থানাকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে থাকা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। কিন্তু এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছেন। অন্যদিকে, মৃতার ছেলে-মেয়েকেও খবর দেওয়া হয়েছে।