নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গত রবিবার হনুমান পুজো উপলক্ষে ওই যুবক বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে পুকুরে দেহ ভাসতে দেখা যায়। মৃত ওই যুবকের নাম সুব্রত অধিকারী। বয়স ৩৩। বাড়ি ময়না ব্লকের সুদামপুর গ্রামে। আর ১৯৪ নম্বর বুথের বিজেপি কর্মী ছিল।

পরিবারের তরফে জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় বলাই পন্ডা এলাকায় হনুমান পুজো উপলক্ষে অনুষ্ঠান দেখতে বেরিয়েছিলেন ওই যুবক। কিন্তু আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন সোমবার ময়না থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। চারদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার বাড়ির পাশ থেকেই রহস্যজনকভাবে উদ্ধার হয় তাঁর দেহ। যুবকের মা কাজল অধিকারীর অভিযোগ, তাঁর ছেলেকে কেউ বা কারা খুন করেছে। পরিবারের পাশাপাশি, স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। তবে সত্যিই খুন না কি অন্য কোনও ঘটনা, তার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুব্রতর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নার বিজেপি নেতা সুজিত বেরা প্রশ্ন তুলেছেন, যদি ওই যুবক পুকুরে পড়ে গিয়ে থাকেন, তাহলে তাঁর পকেটে ফোনটা পাওয়া গেল না কেন? বিড়ি-দেশলাই সব পাওয়া গেলেও মোবাইল পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে। তবে এলাকার তৃণমূল নেতারা খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









