নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কালনায় ধান সেদ্ধ করার ‘স্টিম রুমে’ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হলো ১ কিশোরের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম রকি হালদার। বয়স ১৭ বছর। বাড়ি কালনার ধর্মডাঙা গ্রামে।
সূত্রের খবর, গত দু’মাস থেকে রকি কালনার রংপাড়ার একটি ধানের গোডাউনে মায়ের সঙ্গে ধান সেদ্ধ করার কাজ করত। মূলত সন্ধ্যা অবধি কাজ হত। কিন্তু গতকাল রাত হয়ে গেলেও রকি বাড়ি না ফেরায় তার মা রিনা দেবী চিন্তায় পড়ে যান। এরপর কয়েক বার ফোন করলেও ফোনে পাওয়া যায়নি।

তাই এদিন সকালবেলা রিনা দেবী গোডাউনে চলে যান। আর গোডাউনে ঢুকে ঘরের একটি কোণে বস্তাবন্দি অবস্থায় রকিকে পান। তার চিৎকার-চেঁচামেচিতে অন্য সহকর্মীরা ছুটে আসেন আর কালনা থানার পুলিশের কাছে খবর দেন। তারপর পুলিশ এসে রকির দেহ উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছেন।

Sponsored Ads
Display Your Ads Hereমৃতের মামা শ্যামল হালদার জানান, ‘‘রকিকে ওর বন্ধুরাই খুন করেছে। পুলিশ তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই সব পরিষ্কার হয়ে যাবে। খুনিরা ধরে পড়বে।’’ তবে নির্দিষ্ট করে কোনো বন্ধুর নাম বলতে পারলেও পুলিশের কাছে দোষীদের ধরার জন্য আর্জি জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereগোডাউনের মালিক বিদ্যুৎ রায় বলেন, ‘‘তিনি এই বিষয়ে কিছুই জানেন না। খবর পেয়ে গোডাউনে আসে। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে। কিন্তু এমনটা হয়েছে কিভাবে তা জানা নেই।’’