মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার সোদপুরে হাতের শিরা কাটা অবস্থায় বাড়ি থেকে উদ্ধার ১ কিশোরীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খড়দহ থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীর দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি সে এক তরুণের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। কিন্তু এই বিষয় নিয়ে এক বান্ধবীর সাথে মনোমালিন্য চলছিল।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এর জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় পরিবারের তরফে পৌলোমী নামে এক তরুণীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই তরুণীর খোঁজ চালাচ্ছেন। মেয়ের মৃত্যুতে গোটা পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।