নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার জগাছা থানার হাটপুকুর এলাকায় তিন তলার বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতরা হলো ৬৬ বছর বয়সী বলরাম খাঁ, ৫৪ বছর বয়সী নাম শেলী খাঁ ও ছেলে ৩২ বছর বয়সী সমব্রিত খাঁ। এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়। জানা গেছে, বলরামবাবু জীবনবিমার এজেন্ট ছিলেন। শেলী দেবী পোস্ট অফিসে কাজ করতেন। আর সমব্রিত অনলাইনে বাড়ি থেকেই ব্যবসা করত।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালবেলা থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। কয়েক ঘণ্টা পরও কেউ দরজা খোলেননি। তখন বলরামবাবুর আত্মীয়দের খবর দেওয়ার পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মৃতদেহগুলি উদ্ধার করে। জানা গিয়েছে, একটি রুমে শেলী দেবী এবং বলরামবাবুর মৃতদেহ পড়ে ছিল। আর অন্য রুমে সমব্রিতর দেহ পড়ে ছিল। তিন জনেরই মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল।
আপাতত মৃতদেহগুলি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিষাক্ত কিছু খেয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, সাড়ে তিন বছর আগে ওই দম্পতি এখানে এসেছেন। কখনো বাড়িতে ঝগড়া হতে শুনিনি। সবসময় সমব্রিত চুপচাপ থাকত। গতকালও শেলী দেবী ও বলরামবাবু স্বাভাবিক আচরণ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এককথায় প্রতিবেশীরাও এই ঘটনার কারণ বুঝতে পারছেন না। একইসাথে পুলিশ এও জানতে পেরেছেন যে, বলরামবাবুর প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছিল। এদিন সকালবেলাও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ঋণ সংক্রান্ত বিষয়ে এসেছিলেন। অতএব, কত টাকার ঋণ ছিল, তা নিয়ে খোঁজ চলছে। আর অন্য কোথাও ঋণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।