নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ কলকাতার ট্যাংরা, কসবার ছায়া এবার তেলঙ্গানার হায়দ্রাবাদে। আর্থিক অনটনের জেরে সন্তান সহ এক দম্পতি আত্মঘাতী হলেন। সূত্রের খবর, গতকাল রাতেরবেলা হাবসিগুড়ায় বাড়ি থেকে পুত্র ও কন্যার দেহ সহ ওই দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে আর্থিক সমস্যার কথা লেখা রয়েছে।

- Sponsored -
পুলিশ জানিয়েছে, “স্ত্রীর বয়স ৩৫ বছর এবং স্বামীর বয়স চুয়াল্লিশ বছর ছিল। আর দু’জনের মৃত দেহ দু’টি আলাদা রুমে ছিল। এছাড়া তাদের নাবালক পুত্র এবং কন্যার দেহ বিছানায় পাওয়া গিয়েছে।” কিন্তু একই পরিবারের চার জন সদস্যের মৃত্যুর নেপথ্যে কোন কারণ রয়েছে তা জানতে পুলিশী তদন্ত শুরু হয়েছে।