রায়া দাসঃ কলকাতাঃ ২০২৪ সালের ২ রা ফেব্রুয়ারী থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ১২ ই ফেব্রুয়ারী অবধি চলেছিল। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার নব্বই দিনের মাথাতেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে হয়। আর ১২ ই মে নব্বই দিনের সময়সীমা শেষ হচ্ছে।
অতএব, আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ফলপ্রকাশের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে বলেন, ‘‘মাধ্যমিকের ফলাফলের প্রস্তুতি পর্ব শেষ। সামগ্রিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে হবে যে, কবে ফলপ্রকাশ হবে। নির্বাচনের জন্য ফলপ্রকাশ হতে কোনো আইনত সমস্যা আছে বলে আমাদের জানা নেই। আর নির্বাচন কমিশনের তরফেও এই বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি।’’
এই ব্যাখ্যা অনুযায়ী অনেকে মনে করছেন, ১২ ই মের আগেই অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহতেই মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার্থীরা wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in- অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য, ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দশ লক্ষের সামান্য বেশী ছিল। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাজ চূড়ান্ত পর্যায়ে। কিছুদিনের মধ্যেই ফলপ্রকাশ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।