মিঠু রায়ঃ করোনার প্রকোপে গত মার্চ মাস থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। যার ফলে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই গাফিলতি সামনে এসেছে। বহুদিন থেকেই মাধ্যমিকের পরীক্ষা সূচী নিয়ে অপেক্ষায় ছিল শিক্ষার্থীমহল। অবশেষে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা সূচী ঘোষণা করলো।
১ লা জুন থেকে ১০ ই জুন পর্যন্ত ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ১১.৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। ১ লা জুন বাংলা, ২ রা জুন ইংংরাজি, ৩ রা জুন ভূগোল, ৫ ই জুন ইতি হাস, ৭ ই জুন অঙ্ক, ৮ ই জুন জীবন বিজ্ঞান, ৯ ই জুন ভৌতবিজ্ঞান এবং ১০ তারিখ হবে ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই বার্তায় যথেষ্ট নিশ্চিন্ত শিক্ষার্থী সহ তাদের অভিভাবকমণ্ডলী।