নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ গতকাল আলিপুরদুয়ারে মাদারিহাটের গ্যারগেন্দা চা বাগানে নৃশংস ভাবে একটি চিতাবাঘকে মেরে ফেলার অভিযোগ উঠলো। এছাড়া চিতাবাঘের মুখে ভারী বা কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে গ্যারগেন্দা চা বাগানের দুখোয়া লাইনের কাছে গ্যারগেন্দা প্রাথমিক বিদ্যালয় লাগোয়া এলাকায় রাস্তায় প্রায় ছয় বছর বয়সী একটি পুরুষ চিতাবাঘের দেহটি পড়ে থাকতে দেখা যায়। এরপর জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীদের খবর দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বন দপ্তরের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে এসে দেখেন, চিতাবাঘটির মুখের একটা অংশ ক্ষতবিক্ষত থাকায় মুখের সামনে মাটিতে অনেকটাই রক্ত পড়েছিল। এই ঘটনার তদন্তে স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়। প্রাত্মিকভাবে অনুমান করা হচ্ছে, প্রথমে দুখোয়া লাইনেই চিতাবাঘটিকে মারা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর গুরুতর আহত অবস্থায় চিতাবাঘটি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া এলাকায় এসে সেখানেই পড়ে যায়। আর আক্রমণকারীরা পিছু নিয়ে চিতাবাঘটিকে পড়ে যেতে দেখে আবার পাথর ছুঁড়ে মারে। তাছাড়া মুখের মধ্যে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত চিতাবাঘের দেহটির ময়নাতদন্ত করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এও জানা গিয়েছে যে সম্প্রতি চা বাগানে চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছে। প্রায়শই এসে হানা দিচ্ছে। মনে করা হচ্ছে যে, এই হামলা রুখতেই চিতাবাঘটিকে মেরে ফেলা হয়েছে।