নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর তারকেশ্বরের চাঁপাডাঙ্গায় জামাইয়ের মুদিখানা দোকান থেকে উদ্ধার হলো শ্বশুর সুব্রত মণ্ডলের রক্তাক্ত মৃতদেহ।
দোকানের মধ্য়ে কুপিয়ে খুনের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হল। সকালবেলা বাড়ির লোকজন দোকানে গিয়ে দেখেন পড়ে রয়েছে সুব্রত মণ্ডল নামে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সুব্রত মণ্ডলের জামাইয়ের একটি মুদিখানা দোকান রয়েছে। রাতেরবেলা দোকান বন্ধের পর সুব্রতবাবু সেখানেই শুতেন। প্রতিদিনের মতো গতকাল রাতেরবেলাও সেখানেই শুয়েছিলেন। কিন্তু আজ সকালবেলা বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে পরিবারের সদস্যরা দোকানে যান।
পরিবারের সদস্যরা দোকানে গিয়ে দেখেন দোকান খোলা। ভেতরে ঢুকে দেখেন মেঝেতে সুব্রতবাবুর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। এরপর তারকেশ্বর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান, দোকানে চুরি করতে এসে বাধা পেয়ে দুষ্কৃতীরা সুব্রতবাবুকে খুন করেছে। তবে এই খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।