নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির মাল ব্লকের নেওরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেওরা রেলস্টেশনের কাছের ঝোপ থেকে বিজেপির পঞ্চায়েত সদস্যের মায়ের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার নাম গোলাপী রায়। বয়স ৪৬ বছর। বাড়ি নেওরা বস্তি এলাকায়। বড়ো ছেলে বিশাল রায় নেওরা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য। বিগত পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটের জয়ী হয়েছেন।
জানা গেছে, গতকাল গোলাপী দেবী দুপুরবেলা শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। ফলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে সন্ধ্যাবেলা ওই রেলস্টেশনের কাছে একটি ঝোপের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন। আর শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গিয়েছে। মুখও রক্তাক্ত ছিল। মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরে মৃতদেহ জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, বিশাল মায়ের খুনে মালবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছেন। কিন্তু মৃত্যুর নেপথ্যে কি কারণ থাকতে পারে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এছাড়া এই মৃত্যুর পিছনে কোনো রাজনৈতিক বিষয় রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here