নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ায় ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত ছাত্রের নাম গণেশ ঘোষ। বাড়ি দাশনগর বালিটিকুরী ব্রাহ্মণপাড়া এলাকায়।
অভিযোগ উঠছে যে, গতকাল গণেশকে বন্ধুরা ডেকে নিয়ে গিয়েছিল। পরে এক বন্ধুর ফ্ল্যাটের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিল তার পাশেই একটি মাঠ রয়েছে। আচমকা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ওই মাঠে ছুটে যেতেই দেখা যায়, গণেশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর তড়িঘড়ি উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে এসে ভর্তি করানো হলে আজ তার সেখানে মৃত্যু হয়। পরিবারের তরফ থেকে এটিকে দুর্ঘটনা মানতে অস্বীকার করা হয়। পাশাপাশি দাশনগর থানায় এই বিষয় অভিযোগ দায়ের করে যথাযথ পুলিশী তদন্তের দাবী জানানো হয়েছে।
তবে সরাসরি কারোর দিকে অভিযোগের আঙুল তোলা হয়নি। এই ঘটনায় পুলিশও সঠিক তদন্ত করার আশ্বাস দিয়েছেন। এছাড়া গণেশ ফ্ল্যাটের ছ’তলার ছাদ থেকে পড়ে গিয়েছে, না কি ফেলে দেওয়া হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।