নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের ময়নার চাঁদিবেনিয়া গ্রামের পীরখালি ব্রিজের পাশে নয়নজুলি থেকে এক বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেহের পাশ থেকে কাঁচি, ছুরি ও দড়ি উদ্ধার হয়েছে। এমনকি মৃতের শরীরে একাধিক ক্ষত চিহ্নও রয়েছে।
জানা গিয়েছে, মৃত ৪০ বছর বয়সী কৃষ্ণ পাত্র। স্থানীয় ইট ভাটায় কাজ করতেন। কৃষ্ণবাবু তার স্ত্রী ও পুত্র একসাথে বাড়িতে ছিল। আর দুই মেয়ের মধ্যে একজন বিবাহিত। অন্যজন ঠাকুমার কাছে পুরোনো ঘরে থাকত। গতকাল রাতেরবেলা ৯ টা পর্যন্ত কৃষ্ণবাবু বাড়ির বাইরের দালানে বসে জাল বুনছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু সারা রাত বাড়ির ভেতরে না যাওয়া সত্ত্বেও স্ত্রী কৃষ্ণবাবুর খোঁজ করেননি। সকালবেলা উঠে স্বামীর খোঁজ চালান। ময়না থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে জানা যাচ্ছে কৃষ্ণবাবু বিজেপির দলীয় কর্মী ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এই খুনের পিছনে পারিবারিক কোনো সমস্যা আছে কিনা তা জানতে পুলিশ স্ত্রী এবং পুত্রকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে এই খুনের কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে জানা যাবে।