মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ট্রেনের মধ্যে এক জন মহিলার বাজারের ব্যাগ থেকে এক শিশু উদ্ধার হয়। আর এই।বাচ্চা চুরির সন্দেহে বিরাটি স্টেশনে চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয় ও যাত্রীদের বিক্ষোভে ট্রেন চলাচল অবরুদ্ধ হয়।
অভিযোগ, ওই ট্রেনে এক জন মহিলা যাত্রী একটি এক বছর বয়সী শিশুকে বাজারের ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন। তা দেখে বাকি যাত্রীদের সন্দেহ হতেই তার বিরুদ্ধে বাচ্চা চুরির অভিযোগ তুলে সরব হন। তারপর যাত্রীরা বিরাটি স্টেশনে নেমে ওই মহিলাকে রেল পুলিশের হাতে তুলে দেন। আর তদন্তের দাবীতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এছাড়া ভাঙচুরও চালানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
যাত্রীদের দাবী, “ওই মহিলা ওই শিশুকে কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল।” এমনকি বেশ কয়েক জন রেল লাইনে নেমে বিক্ষোভ দেখান। ফলে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল থমকে যায়। এরপর রেলপুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। সম্প্রতি উত্তর চব্বিশ পরগণার বিভিন্ন প্রান্ত থেকে শিশু চুরির অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠছে।
Sponsored Ads
Display Your Ads Here