নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের বেল্লারি শহরের কর্ণাটক মিল্ক ফেডারেশনের অফিসের সামনের দরজায় যেতেই সকলের চক্ষু চড়কগাছে। কারণ দরজার সামনেই একটা বিশাল বড়ো কুমড়ো, আর তাতে পাঁচটি পেরেক গেঁথে দেওয়া রয়েছে। আর পাশেই সিঁদুরে মাখানো বেশ কয়েকটি লেবু, জাফরান, নারকেল ও একটি কালো পুতুল রাখা রয়েছে। আর এই সব দেখে কর্মচারীদের বিশ্বাস কেউ বা কারা হয়তো অফিসের সামনে কালা জাদু করেছে। কিন্তু কে অথবা কারা এই কাজ করেছে তা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, সম্প্রতি কর্ণাটক মিল্ক ফেডারেশন লোকসানে চলছে। ফলে এই কোম্পানী লেয়ার অফের সিদ্ধান্ত নেয়। আর কর্মী ছাঁটাইয়ের জন্য পঞ্চাশ জনের একটি শর্ট লিস্ট বানানো হয়। এরপরই দেখা যায়, একটি ছোটো মেশিনের চারপাশে একটি সুতো বেঁধে, একটি নারকেলের সঙ্গে একটি তাবিজ ব্যাগ রেখে তা বেঁধে দেওয়া হয়েছে। কালো পুতুলের সাথে কিছু লেখাও পাওয়া গিয়েছে। কুমড়োর পাশাপাশি লেবুতেও নখ গাঁথা ছিল। সব জিনিসে সিঁদুর লাগানো।
Sponsored Ads
Display Your Ads Here
আশ্চর্যের বিষয় যে, অফিসের আশেপাশে অনেক সিসিটিভি ক্যামেরা বসানো আছে। কিন্তু কোনো ক্যামেরাতেই কে কালা যাদু করেছে তাকে দেখা যায়নি। এই কোম্পানীর কর্মীদের সন্দেহ তাদের মধ্যেই কেউ এই কাজ ঘটিয়েছে। এই কোম্পানীর ডিরেক্টর প্রভু শঙ্করের অভিযোগ, “কর্মী ছাঁটাইয়ের কারণে কর্মীরা অসন্তোষের বশেই এই কাজ করেছে।” আবার একাংশের মতে, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজ করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here