অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানান যে, দুুপুর ২ টো ৪০ মিনিটে নবান্ন অভিযান শেষ হয়েছে।
পুলিশ সাঁতরাগাছিতে মিছিল শুরু করতে যাওয়ার আগেই দ্বিতীয় হুগলী সেতুর কাছে রাহুল সিন্হা, লকেট চট্টোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করেন। এরপর প্রিজন ভ্যানে করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
তেমনই অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাওড়ায় মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শনও করেন।এরপরই সুকান্ত মজুমদারকে আটক করা হয়। এদিকে আগাম ঘোষণা ছাড়াই বিজেপির মিছিল লালবাজার চত্বরে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code