নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার শান্তিপুর থানা এলাকায় রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের লিজ নেওয়া পুকুর আছে। যেখানে মাছ চাষ হয়। কিন্তু পুকুর থেকে নিয়মিত মাছ চুরি যাচ্ছে। কয়েক দিন আগে পুকুরের পাহরাদারও আক্রান্ত হয়েছেন। তাই প্রচারে বেরোনোর আগে জগন্নাথবাবু এই ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে নিজের পুকুরে যেতেই সেখানে মত্তদের হাতে আক্রান্ত হন।
অভিযোগ ওঠে, ‘‘তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, পুকুরে যাওয়ার রাস্তায় বেড়া দেওয়া রয়েছে। এরপর কুশ মুণ্ডা নামে এক জন মদ্যপ ব্যক্তি সহ বেশ কয়েক জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জগন্নাথবাবুকে শারীরিক নিগ্রহের চেষ্টা করেন। এছাড়া জগন্নাথবাবুর গাড়ির উপরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে গাড়ির সামনের দিকে অংশ ভেঙে যায়।
তারপর জগন্নাথবাবুকে তার দেহরক্ষীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। এদিকে, পুলিশকে দ্রুত এই বিষয়টি জানানো হলেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে জগন্নাথবাবু এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। এমনকি দাবী করেছেন যে, ‘পুলিশ তৃণমূলের সাথে মিলিত হয়ে হেনস্থা করার চেষ্টা করছে।’ পাশাপাশি জগন্নাথবাবু এও অভিযোগ করেছেন যে, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বৈধ মাছের ভেড়ি থেকে উৎখাত করার চেষ্টা করছে।’’