আউশগ্রামে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে
রাজ খানঃ বর্ধমানঃ আজ ২০২১ এর বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোট। আর সকাল থেকে উত্তপ্ত বর্ধমানের আউশগ্রাম।
এদিন আউশগ্রামের শিবদায় ২১১ নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধর ও বুথ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ জানানো হয় তৃণমুলের বিরুদ্ধে।
যার জেরে সাত সকাল থেকেই গ্রাম জুড়ে অশান্তকর পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরাও।