Indian Prime Time
True News only ....

ক্লাব-রেস্তোরাঁয় মহিলা কর্মীদের নিয়োগ বন্ধের দাবীতে পথে নামলো বিজেপি

রায়া দাসঃ কলকাতাঃ এবার নারী নিরাপত্তার দাবীতে রাজপথে টানা মিছিল করলো বিজেপি। কিন্তু আজ বিবি গঙ্গোপাধ্যায় স্ট্রিটে পুলিশের বিরুদ্ধে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ উঠলো। কার্যত পুলিশের সাথে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল মিছিলে উপস্থিত ছিলেন।

এদিন বিজেপি কর্মী-সমর্থকরা ক্লাব-রেস্তোরাঁয় মহিলা কর্মীদের নিয়োগ বন্ধের দাবীতে কলেজ স্কোয়ার থেকে বৌ-বাজার অবধি মিছিল করেন। তবে এই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। পুলিশের সাথে রীতিমতো কথাকাটাকাটি শুরু হয়। আর পুলিশের তরফে এই এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে বলে জানানো হয়। এদিন সুকান্ত মজুমদার জানান, “আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল। সেই আন্দোলনে লাঠিচার্জ করে, ধাক্কাধাক্কি করে মহিলাদের গায়ে হাত দিয়ে অযথা উত্তেজনা তৈরীর চেষ্টা করবেন না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি।

আমরা নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি। চোর তৃণমূল কংগ্রেস নই যে পুলিশের সাথেধাক্কাধাক্কি করতে যাব। একটা পুরোনো আইন ছিল, যেখানে বার-রেস্তোরাঁয় কাজ করার বাধা ছিল। তৃণমূল সেই আইনের পরিবর্তন এনেছে। আমরা নারী-পুরুষ সমান মনে করি। দু’জনেরই কাজ করার সমান অধিকার রয়েছে। তাতে আপত্তি নেই। কিন্তু যেখানে একজন শিক্ষিত ডাক্তার ডিউটির সময় ধর্ষণ ও খুন হয়ে যান, সেখানে কোন সাহসে একজন মেয়ের বাড়ির লোক তাকে বারে-রেস্তোরাঁয় কাজ করতে বলবেন? কে দেবে সুরক্ষা? পুলিশ গ্যারান্টি দেবে তো?”

Get real time updates directly on you device, subscribe now.