বিজেপির পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় অভিযুক্ত তৃণমূল
রাজ খানঃ বর্ধমানঃ এবার বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে যে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরাই এই আগুন লাগিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের খন্ডঘোষের সগড়াই অঞ্চলের সাঁকো পাহাড়পুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজেপির অভিযোগ, তৃণমূলের হার নিশ্চিত জেনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা এলাকাকে ভোটের পর থেকে সন্ত্রস্ত করে রেখেছে। রাতের অন্ধকারে তারাই এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার ফলে বিজেপির পার্টি অফিসের যাবতীয় নথি সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবী গেরুয়া শিবিরের।
যদিও তৃণমূলের তরফ থেকে গোটা অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।