আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসলেন বিজেপি বিধায়করা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আর জি কর মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজ বিজেপি বিধায়কেরা বিধানসভায় প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসলেন। প্ল্যাকার্ডে লেখা, ‘একটাই দাবী- স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’ এছাড়া বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি নেতৃত্ব বিধানসভার ভবনের সামনে বসে শ্লোগান তোলেন যে, ‘আর জি করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।’

শুভেন্দু অধিকারী জানান, ‘‘বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে একটাই দাবী বাকি থাকল- তা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এখনই স্বাস্থ্যমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হবে। তার জন্য গণতান্ত্রিক ভাবে আন্দোলন চলবে। পশ্চিমবঙ্গের সমগ্র সংবেদনশীল নাগরিক, ছাত্রসমাজ, বেকার, বিশেষ করে মাতৃশক্তি তাঁদের বলব, তাঁরা একটা দাবীতেই আন্দোলন করুন। এই রাজ্যের এই সমস্ত জঘন্য, বর্বর ও নারকীয় ঘটনার যিনি ‘কুইনপিন’, যিনি আসল স্থপতি তাঁর পদত্যাগ হবে একমাত্র দাবী। এবার মূল দাবীর জন্য আন্দোলনে নামতে হবে।’’


পাশাপাশি, শুভেন্দু অধিকারী তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচীকে সমর্থনকেও সাধুবাদ জানিয়ে বলেন, ‘‘বিষয়টা তৃণমূলের নয়। সরকার এবং অব্যস্থতার। তাঁর (সুখেন্দুশেখর রায়) সিদ্ধান্তকে স্বাগত জানব।’’এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে গত পাঁচ দিন ধরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) আর জি কর মামলার তদন্তভার নিয়েছে।


ফলে এদিন সকালবেলাই সিবিআইয়ের বিশেষ দল দিল্লি থেকে কলকাতায় পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে সিবিআই ধৃত সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নিয়েছে। অন্য দিকে, এদিন রাতেরবেলা আর জি কর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজ প্রতীকী আন্দোলনের আহ্বান জানিয়েছে। আর সেই আহ্বানে সাড়া দিয়ে ‘মেয়েরা রাত দখল করো’ শ্লোগান সামনে রেখে এদিন রাতভর রাজ্য জুড়ে জমায়েত চলবে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930