অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিমতৌড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাসের। নিমতৌড়ি ক্রসিংয়ের আগেই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, ৪৩ বছরের বিদায়ী কাউন্সিলার তিস্তা বিশ্বাস সদ্য এমএড পাশ করেছিলেন। গতকাল হেড়িয়ার একটি কলেজ থেকে সপরিবারে সার্টিফিকেট আনতে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া থেকে গাড়িতে চেপে কলকাতায় ফিরছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
গাড়ির চালকের আসনে স্বামী গৌরব ছিলেন। সামনের আসনে বাবার পাশে ১২ বছরের মেয়ে অবন্তিকা বসেছিল। তিস্তা বিশ্বাস গাড়ির পিছনে ছিলেন। আচমকা তিস্তা বিশ্বাসের গাড়িতে একটি তেলের ট্যাঙ্কার পিছন থেকে ধাক্কা মারলে একেবারে সাথে সাথে দুমড়ে মুচড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর তড়িঘড়ি তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিস্তা বিশ্বাসকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। সবামী গৌরব ও অবন্তিকা গুরুতর আহত হয়েছেন। এদিকে তিস্তা বিশ্বাসের মৃত্যুর খবর পেয়েই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার তিস্তা বিশ্বাসের বাড়িতে যান।
Sponsored Ads
Display Your Ads Here
চন্দ্রিমা জানালেন, “এমন একটা ঘটনা ঘটে গেলো কিভাবে কল্পনাই করতে পারছি না। আমরা খবর পেয়েই প্রশাসন ও হাসপাতালের সাথে কথা বলেছি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের সাথেও যোগাযোগ করা হয়েছে”।
দেবাশীষ কুমার বলেছেন, “ও আমাদের পাড়ার মেয়ে। আমার বোনের বয়সী বা তার চেয়েও হয়তো ছোটো হবে। এই ঘটনা মেনে নিতেই কষ্ট হচ্ছে। প্রশাসনিক স্তরে যাতে কোনোরকম সমস্যা না হয় তা আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি”।
দাপুটে বিজেপি নেত্রী তিস্তা বিশবাসের স্বামী গৌরব তমলুক হাসপাতালে বসে পুলিশকে জানিয়েছেন, “একটি অয়েল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়িতে পিছন দিক দিয়ে প্রবল গতিতে ধাক্কা মারে। আমাদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আমরা গাড়িতে আটকে পড়ি। তিস্তা পিছনের সিটে ছিল”।