ঝাড়গ্রামেও তৃণমূলকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
জিতেন্দ্র মাইতিঃ ঝাড়গ্রামঃ আজ ঝাড়গ্রামে প্রথম দফার ভোট। কিন্তু ভোট শুরুর প্রথম দিনই এলাকাজুড়ে ধুন্ধুমার শুরু হয়।
ঝাড়গ্রামের বলরামডিহি প্রাথমিক স্কুলে বিজেপি কর্মীরা জমায়েত হওয়ায় তৃণমূলের লোকেরা বলতে গেলে তাদেরকে বিজেপির লোকজন মারধর করে। এরপর তৃণমূলের লোকজন পাল্টা মারার জন্য তেড়ে গেলেই উত্তেজনার সৃষ্টি হয়।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আইসেন নেতৃত্ব বাহিনীর পৌঁছে যায়। দু’পক্ষকে দুদিকে তাড়িয়ে দিয়ে আপাতভাবে এলাকাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় ভোটারদের মধ্যে সামান্য আতঙ্কের সৃষ্টি হলেও ভোট গ্রহণে কোনোরকম বাধা হয়নি।