নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার অন্তর্গত মহিষাইল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে ভোট দিলেই প্যাকেট ভর্তি মুড়ি ও গরম গরম ধোঁয়া ওঠা ঘুগনি দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।
তৃণমূলের অভিযোগ, ‘‘পারুলিয়া গ্রামের সতেরো নম্বর নতুন পারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ নম্বর বুথ থেকে ভোটাররা নির্দিষ্ট প্রতীকে ভোট দিলেই বিজেপির ক্যাম্প অফিস থেকে ভোটারদের হাতে মুড়ি এবং ঘুগনি তুলে দেওয়া হচ্ছে।” তৃণমূলের মহিষাইল দুই নম্বর অঞ্চল সভাপতি নবিরুল ইসলাম জানান, ‘‘ভোটদান কেন্দ্র থেকে কিছু দূরে বিজেপির একটি ক্যাম্প অফিস করা হয়েছে। সেখান থেকেই বিজেপি মুড়ি-ঘুগনি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘ক্যাম্প অফিস থেকে কেবলমাত্র বিজেপি কর্মীদেরই মুড়ি-ঘুগনি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ ভোটারদের প্রভাবিত করার জন্য মুড়ি-ঘুগনি দেওয়া হচ্ছে না। অন্য দিকে, খড়গ্রাম বিধানসভার ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের ৭৭ ও ৭৮ আসলপুর বুথে ভোট দিলেই কংগ্রেসের তরফে ভোটারদের চা-বিস্কুট এবং মুড়ি-ঘুগনি দেওয়া হচ্ছে। আর দুপুরবেলা ভোট দিতে আসা ভোটারদের জন্য ডিম-ভাতও রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মার্জিত এই প্রসঙ্গে বলেছেন, “কংগ্রেস পালে হাওয়া পাচ্ছে না। বিভিন্ন বুথে কংগ্রেসের এজেন্ট থাকছে না। কর্মীদের ঘুগনি খাওয়ানোর জন্য রান্না করেছিল। কিন্তু কর্মীরা আসেননি। সেটাই ভোটারদের মধ্যে বিলি করে দিচ্ছে। এই পরিকল্পনা হাস্যকর।”
Sponsored Ads
Display Your Ads Here
