নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার সাঁতরাগাছিতে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়। প্রথমে বিজেপির নেতা-কর্মীরা পুলিশের দেওয়া বাঁশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। এর মধ্যে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়াও শুরু করলে পুলিশ পাল্টা জলকামান ছোঁড়েন। আবার পাথরবৃষ্টিও শুরু হয়। এমনকি বোমা ফাটার শব্দও পাওয়া যায়।
পুলিশের কিয়স্ক ভাঙচুরের অভিযোগও উঠেছে। যখন বিজেপি কর্মীরা বাঁশ হাতে দৌড়ে যান তখন অন্য দিকে পুলিশ তাদের ঠেকাতে মরিয়া হয়ে ওঠে। দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পুলিশ বার বারই মাইকিং প্রচারের মাধ্যমে জানায় যে, এই মিছিলে প্রশাসনের অনুমতি নেই। বিজেপি নেতা-কর্মীরা যেন সরে যান। কিন্তু তাও উত্তেজনা প্রশমিত হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতেই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে আবারও পুলিশকে লক্ষ্য করে বোতল ছোঁড়া শুরু হয়। অন্য দিকে হাওড়া ময়দানেও একই পরিস্থিতি দেখা যায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওই মিছিলের নেতৃত্বে রয়েছেন। সেখানেও ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়।
Sponsored Ads
Display Your Ads Here