মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল শিউলি গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী শিবানী জানার বাড়ির কাছে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরী হয়েছে। এরপর আজ সকালবেলা ওই এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়।
এলাকাবাসীর দাবী, ‘‘বোমা ছোঁড়া হয়েছে।’’ এছাড়া শিবানী জানার স্বামী তথা দলের নেতা অলোক জানা জানান, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল এলাকায় সন্ত্রাস তৈরী করতেই এই কাজ করেছে।’’ কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

পাশাপাশি এদিন আমডাঙা থানার পুলিশ আমডাঙার বোদাই পঞ্চায়েত এলাকা থেকে বস্তা ভর্তি ১৫টি তাজা বোমা উদ্ধার করেছেন। তবে কে বা কারা এই বোমা মজুত করেছিল, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
