নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ আচমকা ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এক লাইনের চিঠি রাজ্যপালকে লিখে পাঠিয়ে ইস্তফা দিলেন। কিন্তু এমন ভাবে পদ ছেড়ে দিলেন কেন তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে ধোঁয়াশা তৈরী হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ত্রিপুরায় দখলের পরেই বিজেপি নেতৃত্ব বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী করে। উপ-মুখ্যমন্ত্রী পদে জিষ্ণুদেব বর্মাকে বসানো হয়। তবে মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার আগে ইস্তফা দিলেন কেন তার নির্দিষ্ট কারণ জানা যায়নি।
যদিও বিল্পব দেবের কথায় ইঙ্গিত মিলেছে যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই ইস্তফা দিয়েছেন। বিপ্লব দেব বলেন, ‘‘আমাকে দল যেখানে যে কাজের জন্য ভাববে আমি তাতেই রাজি।’’
এদিকে বিজেপি সূত্রে জানা গেছে, ইস্তফার আগে গতকাল তাঁর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে কথা হয়। আগামী দিনে বিপ্লব দেবকে বিজেপি সাংগঠনিক কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূল বিপ্লব দেবের এমন নাটকীয় ইস্তফার ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে।