নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ ফের বলিপাড়ায় সুখবর এলো। আজ কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছ’বছরের মাথায় বিপাশা মা হলেন। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর নেটমাধ্যমে জানানোর পর থেকে নানা ছবি ভক্তদের মধ্যে ভাগ করে নিয়েছেন।
সম্প্রতি ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল। বাঙালী বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজও খেয়েছিলেন। সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ পোশাকও ঠিক করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ শে এপ্রিল বিপাশা বসু এবং করণ সিংহ গ্রোভার গাঁট ছড়া বেঁধেছিলেন। আর চলতি বছর আগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন। মাতৃত্বকালীন ফোটোশ্যুটের ছবিও পোস্ট করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর অন্যদিকে গত রবিবার বি-টাউনের অভিনেত্রী আলিয়া ভাট ও রণবীর কপূর কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here