প্রার্থী ঘোষণা করল বিমল গুরুং এর শিবির
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ পাহাড়ে শেষ কথা বলবে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। বিনয় তামাং এর দল হোক বা বিজেপি পাহাড় জয় করবে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং এর প্রার্থীরাই। মঙ্গলবার পাহাড়ের তিনটি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবির।
মঙ্গলবার বিমল গুরুং শিলিগুড়ির মালিধুরায় একটি জনসভা করেন। তিনি সেখানেই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, “দার্জিলিং কেন্দ্রে প্রার্থী হয়েছেন পি টি ওলা। কালিম্পং থেকে আর বি ভুজেল ও কার্সিয়াং কেন্দ্র থেকে নরবু জি লামা প্রার্থী হয়েছেন। তিনটি কেন্দ্রেই দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে বিমল আশা প্রকাশ করেছেন”।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমল গুরুং বলেন, “বিজেপিকে মানুষ চিনে গিয়েছে। বিজেপির নিজের দলের কর্মীরাও বিজেপির উপরে ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরে যারা বিজেপির হয়ে কাজ করে আসছেন তারা টিকিট পেলেন না। বিজেপি অন্য দল থেকে লোক ভাগিয়ে নিয়ে এসে টিকিট দিচ্ছে। এর জবাব আসন্ন ভোটে মানুষ দেবে বলে জানান বিমল গুরুং”।
বিমল গুরুং এও বলেছেন যে, “প্রতিপক্ষ শক্তিশালী হলেই লড়াই করে মজা। লড়াই এবার ভালো হবে বলেও মন্তব্য করেন বিমল”।