বীরভূম জেলা জুড়ে চলছে বাইক মিছিল
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিভিন্ন জনসভায় বক্তব্যে বলছেন ‘খেলা হবে’।
তাঁর এই শ্লোগান দিয়ে দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতে ২১ টি গ্রামে বাইক মিছিল করলো তৃণমূল কংগ্রেস। দুবরাজপুর ব্লকের যশপুরের তৃণমূলের দলীয় অফিস থেকে এই বাইক মিছিল শুরু হয়ে বিভিন্ন গ্রাম ঘুরে যশপুরের তৃণমূলের দলীয় অফিসের কাছে শেষ হয়।
বাইক র্যালিতে ডিজে, বক্স ও মাইক বাজিয়ে খেলা হবে এই স্লোগানের পাশাপাশি মমতা ব্যানার্জীর উন্নয়নকেও তুলে ধরা হচ্ছে। এছাড়াও তারা কৃষি আইনের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন।
যশপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক জানিয়েছেন, “আসন্ন বিধানসভা ভোট যতই এগিয়ে আসবে খেলা যে আরো জমবে”। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট ছাড়াই বাইক মিছিল করল যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।