নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোল বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জামিনের আবেদন খারিজ করে কয়লাকাণ্ডে বিকাশ মিশ্র সহ মোট আট জনের আরো চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে তিনি শারীরিক কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন। তা খারিজ হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে সেখানেও জামিন মঞ্জুর হয় না। এদিন বিচার প্রদানের সময় বিকাশকে প্রেসিডেন্সি জেল থেকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয়।
বিকাশের আইনজীবীরা জামিনের আবেদন করলেও সিবিআইয়ের আইনজীবীরা এর বিরোধীতা করেন। দীর্ঘ সওয়াল জবাবের পর শেষমেশ আবারও চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।