অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকালের পর আজ সকালেও বিকাশ ভবনে উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষোভরত শিক্ষক-শিক্ষাকর্মীরা ফের ব্যারিকেড ভেঙে পুলিশের সামনেই বসে পড়েন। আর চাকরী ফেরানোর দাবীতে শ্লোগান দিতে থাকেন। তবে ঘটনাস্থলে পুলিশের বিপুল বাহিনী মোতায়েন রয়েছে।
গতকাল গেট ভাঙার পর বিকাশ ভবনের সামনে বিরাট ব্যারিকেড করা ছিল। এদিন শিক্ষক-শিক্ষাকর্মীরা পুলিশের সামনেই জোর করে ব্যারিকেড টেনে সরিয়ে দেন। পুলিশ এগিয়ে আসতেই তারা বিকাশ ভবনের বাইরেই অবস্থান বিক্ষোভে বসে চাকরী ফেরানোর দাবীতে শ্লোগান দিতে থাকেন। পাশাপাশি পুলিশকে দেখে ধিক্কার শ্লোগানও দেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির জেরে রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরী খুঁইয়েছেন।
আর গত এপ্রিল মাস থেকেই যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীরা চাকরী ফেরানোর দাবীতে বিক্ষোভ আন্দোলন করছেন। গতকাল ১৫ ই মে ফের একবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিকাশ ভবনের মূল ফটকও ভেঙে ফেলা হয়। এরপর বিকাশ ভবনের বাইরে বসেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু হঠাৎ রাতে পুলিশের সাথে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংঘর্ষ বাঁধে। আর পুলিশও লাঠিচার্জ করেন। পাল্টা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সরকারী কর্মীরা বিকাশ ভবনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করতেই বিক্ষোভকারীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। মুহূর্তেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। ইতিমধ্যেই পুলিশ চাকরীহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন। অন্যদিকে, এদিন বিকাশ ভবনের সামনে যে ব্যারিকেড করা হয়েছিল, তা ভেঙে সরিয়ে বিকাশ ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন। এক জন বিক্ষোভকারী জানান, “আমরা শান্তিপূর্ণ অবস্থানেই রয়েছি। আমরা কোনো ভাঙচুর করিনি। আমরা রাস্তায় বসে থাকব।”
Sponsored Ads
Display Your Ads Here