নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ গ্রেপ্তার করলো। ধৃত ব্যক্তির নাম গুড্ডু মন্ডল। বাড়ি বিহারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে শালবাড়ি এলাকায় স্বর্ণ পরিষ্কার করার নামে লোকের কাছ থেকে সোনা হাতিয়ে নেওয়ার একটি চক্র কাজ করছে।
কয়েকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে জানতে পারে গোটা গ্যাংয়ের যোগসূত্র বাংলা সীমান্ত লাগোয়া বিহারের কাটিহার জেলায়। এরপর প্রধান নগর থানার পুলিশের একটি দল কাটিহার জেলার উদ্দেশ্যে রওনা হয়।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের তৎপরতায় কাটিহার জেলার সামেলি গ্রামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে আনা হয়েছে। এর পাশাপাশি এই কাজে ব্যবহৃত একটি বাইকও আনা হয়েছে।