অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমের নলহাটির দু’নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর নাম উঠেছিল। আজ আবার কলকাতার নিউ টাউনে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) দপ্তরে হাজিরা দিতে এলেন। কিন্তু বিভাস অধিকারীর দাবী, ‘‘এবার তাকে সিবিআই তলব করেনি। নিজের প্রয়োজনেই এসেছেন।’’
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক নিয়োগ মামলার তদন্ত শুরু হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের গ্রেফতারীর পর পরই বিভাস অধিকারীর নাম এই মামলায় জড়িয়েছিল। বিভিন্ন মহলে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। এছাড়া বেসরকারী বিএড ও ডিএলএড কলেজ সংগঠনের প্রাক্তন সভাপতিও ছিলেন। মানিক ভট্টাচার্যের গ্রেফতারীর পরেই ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) এবং সিবিআই আধিকারিকরা বিভাস অধিকারীর সাথে সম্পর্কিত একাধিক এলাকায় তল্লাশি চালান।
গত বছর এপ্রিল মাসে সিবিআইয়ের তদন্তকারীরা নলহাটিতে বিভাস অধিকারীর বাড়ি ও আশ্রমেও তল্লাশি চালান। সেখান থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়। এরপর কয়েক বার সিবিআইয়ের আগের দপ্তর তথা নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। তবে এদিন বিভাস অধিকারীর দাবী, ‘‘সিবিআই তলব করেনি। কিছু কাগজপত্র নেওয়ার আছে, তাই এসেছি।’’ যদিও, সিবিআই শেষ বার চার্জশিটের সঙ্গে যে নথি পেশ করেছিল, তাতে এক জন এজেন্টের বয়ান থেকে তার সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছিল। তাই তদন্তের স্বার্থেও ডাকা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।