চয়ন রায়ঃ কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তথা বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাসচন্দ্র অধিকারীকে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তলব করেছিল। ফলস্বরূপ বুধবার দুপুরবেলা বিভাস অধিকারী সিবিআই দপ্তর নিজাম প্যালেসে আসেন। আর বিকেলবেলা বেরিয়ে যান।
সিবিআই সূত্রে খবর, সিবিআই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে বিভাস অধিকারীর কাছে বেশ কিছু তথ্য চেয়ে তলব করেছিল। এদিন তিনি সেই সব তথ্য নিয়ে হাজির হন। আর নিজের আশ্রমের জমিজমা সংক্রান্ত বেশ কিছু তথ্য ও নথিও জমা দিয়েছেন। আর টানা জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষের মুখে প্রথম বিভাস অধিকারীর নাম উঠে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। এক সময় তিনি বেসরকারী বিএড-ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন। এর আগে গত বছর ১৫ ই নভেম্বর নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিলেন। পাশাপাশি সিবিআই বিভাস অধিকারীর নলহাটির কৃষ্ণপুরের বাড়ি সহ কলকাতার শিয়ালদহের অফিসে তল্লাশি চালায়।
Sponsored Ads
Display Your Ads Here