মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আবারও উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনা ঘটলো। গতকাল ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় গুলির আঘাতে আহত হয়েছেন রাজ পাণ্ডে নামে তৃণমূলের এক জন যুব নেতা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ স্থানীয় একটি কালীপুজোর মণ্ডপে বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ দুষ্কৃতীরা তিনটি মোটরবাইকে মণ্ডপের সামনে এসে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ভাবে মোট ছয় রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়। এরপর রাজকে উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাতে লাগা গুলিটি অস্ত্রোপচার করে বার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া পুলিশের কাছেও খবর দেওয়া হয়। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্য গুলি চালিয়েছে তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে ব্যক্তিগত কোনো শত্রুতা না কি রাজনৈতিক কারণে গুলি চালানো হয়েছে, তা জানতে ভালোভাবে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here